১। ১৯৭১ সালে ২৩ শে মে ইতনায় পাকিস্তানী বাহিনী গনহত্যা চালায়।
২। এই দিনে ইতনায় ৩৯ জন মানুষকে নির্মম ভাবে হত্যা করে।
৩। ১৯৭১ সালে ২৩ মে ছাড়া অন্যান্য দিনে আরো ১১ জনকে হত্যা করে।
৪। একই দিনে এক পরিবারের ৫জন কে হত্যা করেছেন।
৫। এই দিনটি প্রতি বছরে ইতনায় শোক দিবস পালিত হয়।
৬। এই দিনে শহিদদের প্রতি দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
৭। শহীদের নামের ফলক ইতনায় বিভিন্ন জায়গায় রয়েছে।
৮। মোট ৫০ জন্যকে ইতনা পাকিস্তানী বাহিনীরা হত্যা করে।
৯। এদের নাম আজো শহিদ তালিকায় অন্তর ভুক্ত হয় নাই।
১০। ইতনা চৌস্তার মোড়ে এই শহিদদের নাম খোদায় পাথরে লেখা আছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS